• কক্সবাজার

    সাগরে জলদস্যুর অত্যাচারের অভিযোগে কুতুবদিয়ায় কোম্পানি ও মাঝি মাল্লাদের মানববন্ধন

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৩:১৪:০৩ প্রিন্ট সংস্করণ

    মহিউদ্দীন কুতুবী: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া জলদস্যু নির্মূল করার লক্ষ্যে জেলেরা মানববন্ধনের আয়োজন করেছেন।সোমবার ২৩ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বোট মালিক ও মাঝি মাল্লাদের উদ্যোগে উক্ত উপজেলার ইউএনও অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।




    এই সময় কোম্পানি জাহিদুল ইসলাম বক্তব্যে বলেন, সাগরে জলদস্যুদের ভয়ে ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে যেতে পারছিনা, আমাদের এক মাত্র রোজগারের উপায় হচ্ছে সাগরে জীবিকা নির্বাহ করা, জলদস্যুদের ভয়ে সাগরে জীবিকা নির্বাহ করা যদি বন্ধ হয়ে যায় সংসারে বউ বাচ্চা নিয়ে খাবো কি? এই অভিযোগের উপর ভিত্তি করে উপজেলা প্রশাসনের প্রতি সাগরে ডাকাতি এবং জলদস্যুর নির্মূল করার লক্ষ্যে মানববন্ধনের মধ্যে বিশেষ ভাবে অনুরোধ জানান।




    এই সময় বক্তব্য রাখেন মাঝি ও কোম্পানি জাফর আলম, জামাল উদ্দিন বাবুল,লিয়াকত আলী, সোহেল, আবুল বশর,আবদুল খালেক প্রমুখ।

    আরও খবর 30

    Sponsered content