• মহানগর

    বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৭:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : বন্দরের বহির্নোঙরে নোঙর সরে গিয়ে দুইটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে।

    শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার MV. NAVIOS CELESTIAL এর নোঙর সরে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি বাল্ক ক্যারিয়ার MV. FRIENDLY ISLANDS এর সঙ্গে সংঘর্ষ হয়।




    বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সংঘর্ষের কারণে দুইটি জাহাজের ছোটখাটো কাঠামোগত ক্ষতি হয়েছে। জাহাজ দুইটির নোঙরের অবস্থান পরিবর্তন হয়েছে।

    বর্তমানে জাহাজ দুইটি নিরাপদে নোঙর করা হয়েছে। উভয় জাহাজের স্থানীয় এজেন্ট, পিঅ্যান্ডআই ইতিমধ্যেই ক্ষতিপূরণের জন্য নিযুক্ত হয়ে সমস্যার নিষ্পত্তি করেছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content