• মহানগর

    দীর্ঘ ১৭ বছর পর ইপিজেডে জামায়েত ইসলামির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডের ইপিজেড থানাধীন লিলি কমিউনিটি সেন্টারে ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে জামায়াতে ইসলামি বাংলাদেশ বন্দর -ইপিজেড থানা কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ইপিজেড থানা জামায়াতের সভাপতি মোঃ আবুল মোকারমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি মোঃ শাহজাহান খান।




    প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক সাংসদ মহানগর জামায়াতের আমীর মাওলানা আলহাজ্ব মোঃ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, জামায়াতের নায়েবে আমির ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম,নগর জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন।

    স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ ওসমান গনি, আব্দুল্লাহ্ আল আরিফ, সাংবাদিক ও সংগঠক মোঃ হোসাইন সহ ছাত্রশিবিরের নগর , থানা, ওয়ার্ড ও ইউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।




    এছাড়া সকল নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে অংশ গ্রহণ করেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধৈর্য্য ধরে বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের কাজ কে পর্যাবেক্ষন করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, কারো সাথে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গঠনে সহায়তা করবে জামায়াত। শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও দেশের বানভাসি মানুষের কল্যাণে বিশেষ দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content