• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমি পাইন্দং শাখা উদ্বোধন

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২২:০৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : যুবকদের আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে নিতে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজকে স্বাবলম্বী করতে হবে। চাকুরির পিছনে ছোটাছুটি না করে স্বাবলম্বী হতে হবে।

    ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় পাইন্দং বৃন্দাবনহাটস্হ আলম প্লাজা যুব উন্নয়ন একাডেমি নির্বাহী পরিচালক মোহাম্মদ খায়রুল আমিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।




    এতে উদ্ধোধক ছিলেন দৈনিক যুগান্তর সাংবাদিক মোহাম্মদ শহিদুল আলম।

    প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিকী।

    প্রধান আলোচক ছিলেন ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মর্তুজা এনামুল ইকবাল, বিশেষ অতিথি ছিলেন ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দীন, ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের রাস্ট্র বিঞ্জানের প্রভাষক এন,এম,রহমত উল্লাহ, হরিনা দিঘি ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন, পাইন্দং ইউনিয়নের মেম্বার গৌতম সেবক বড়ুয়া সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নেছার উদ্দিন,আয়ডিয়া মিডিয়ার স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আকতার, মোহাম্মদ আয়ুব, সুপ্তি বড়ুয়া।




    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক তানভিন নেছা সহপরিচালক মোহাম্মদ হাসান উদ্দিন সজীব প্রমুখ।

    বক্তারা বলেন বর্তমান যুব সমাজ দিন দিন মোবাইলের প্রতি আসক্তি হয়ে পরেছে এর থেকে পরিত্রাণ ও স্বাবলম্বী হতে হলে যুব উন্নয়ন একাডেমি মাধ্যমে এগিয়ে নিতে পারলে সুন্দর বাংলাদেশ বিনির্মানে করা সহজ হবে।

    আরও খবর 27

    Sponsered content