• উত্তর চট্টগ্রাম

    জন্ম সনদ জালিয়াতি করে অফিস সহকারী থেকে প্রধান শিক্ষক

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৪ , ৫:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন ১৯৯২ সালে অফিস সহকারী পদে যোগদান করে তখন তার জম্ম সনদ তারিখ ৩১/১২/১৯৬৫ ইং। তার পর সহকারী শিক্ষক হিসাবে যোগদান করার সময় তার জম্ম সনদ তারিখ দেখানো হয়েছে ২৬/১১/ ১৯৭১।




    ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন সভাপতি থাকা কালিন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়া তার জম্ম সনদ এর তারিখ ৪/৩/১৯৭৫ইং। লিখত পরিক্ষায় তিনি ৪ নাম্বার অবস্থান করে। কিন্তু বড় অংকের টাকা লেনদেনের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান তখন থেকে সেই বেপরোয়া হয় উঠে। ২০২৩ সালে তৎকালীন প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিতি সুযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেন। তখন বিদ্যালয়ের বিভিন্ন হিসাবের ৭টি ব্যাংক একাউন্ট তার ব্যক্তিগত একাউন্টে পরিবর্তন করে অনেক টাকা আত্মসাৎ করে।




    বিভিন্ন সময়ে উন্নয়ন নামে টাকা আত্মসাৎ করে। সেশন ফি ডাইরি বই, বিভিন্ন মিলাদ মাহফিলের নাম দিয়ে ছাত্রদের নিকট থেকে অনেক টাকা আত্মসাৎ করেছে।উম্মুক্ত বিদ্যালয় নাম দিয়ে অনেক টাকা আত্মসাৎ করে। দূর্নীতি দমন কমিশন( দুদক) তার বিরুদ্ধে আনিত অভিযোগ পাওয়া পর তাকে তলব করলে তার নাকি সময় নাই বলে সেখানে থেকে বিদায় নিয়ে চলে যায়। তার হাত অনেক লম্বা মন্রণালয় পর্যন্ত। তাকে কেউ কিছু করতে পারবে না। আরো অনেক দূর্নীতি রয়েছে। তদন্ত করলে কেঁচো কুড়তে সাপ বেরিয়ে আসবে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content