• মহানগর

    বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে মহানগর বিএনপির ত্রাণ কমিটি গঠন

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৪:২৩:১১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রামসহ দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে একটি ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছে।




    চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিনকে এই কমিটির আহবায়ক করা হয়।

    সদস্য হিসেবে আছেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মোবিন।




    মহানগর বিএনপির ত্রাণ কমিটিতে চট্টগ্রামের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ কমিটিতে সহায়তা দেওয়ার আহবান জানিয়েছেন ত্রাণ কমিটি।

    পাশাপাশি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content