• কক্সবাজার

    দীর্ঘ ১৩ বছর পর নিজ এলাকায় সাবেক এমপি হামিদুর রহমান আজাদ

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৪:১৫:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    কুতুবদিয়া প্রতিনিধি: দীর্ঘ একযুগের বেশিদিন পর নিজ এলাকায় এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এএইচএম হামিদুর রহমান আজাদ।




    শনিবার সকালে তিনি আলী আকবর ডেইল জেটি ঘাটে পৌছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলার নেতৃবৃন্দ।

    সেখান থেকে, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে জামায়াত নেতাকর্মীরা আলী আকবর ডেইল ঘাটে জড়ো হন। গলায় গোলাপ ফুলের মালা পরা এএইচএম হামিদুর রহমান আজাদ ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সেখান থেকে রওয়ানা হওয়ার পর সামনে পেছনে মোটরসাইকেল, ট্রাক ও অন্যান্য গাড়ি বহর নিয়ে তিনি এগিয়ে যান।




    গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে আলী আকবর ডেইল ঘাট,শান্তি বাজার, বড়ঘোপ লামার বাজার ফুলতলা, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল গেইট, লেমশীখালী চৌমুহনী, ধূরুং বাজার চৌরাস্তার মাথায় পথ সভায় বক্তব্য রাখেন।

    ধূরুং বাজার চৌরাস্তার মাথায় সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।

    0Shares

    আরও খবর 30

    Sponsered content