• মহানগর

    চট্টগ্রামে জামিনে মুক্ত হলেন শিক্ষার্থীসহ ৭০০ রাজনৈতিক কর্মী

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ১১:০৬:১০ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: কোটা সংস্কার আন্দোলন চলাকালে চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার শিক্ষার্থীসহ বিএনপি-জামায়াতের ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত হয়েছেন।




    মঙ্গলবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

    সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই–বাছাই করে ৭০০ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।




    এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ও নাশকতার ঘটনার মামলায় গ্রেপ্তার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে শুক্রবার (২ আগস্ট) জামিন দিয়েছেন আদালত।

    এদের মধ্যে নগরের ৩ জনকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালত এবং জেলার ১৩ জনকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত জামিন দেয়।




    আরও খবর 25

    Sponsered content