• জাতীয়

    ‘অন্য কোথাও যাচ্ছেন না, আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা’

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ১১:৪৩:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা আপাতত সেখানেই থাকছেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেখান থেকে শেখ হাসিনার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

    জামার্নিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জয় এ কথা জানান।




    কোটা সংস্কার আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র-জনতার প্রাণহানির পর ওই আন্দোলন সরকার পতনের কর্মসূচিতে রূপ নেয়। শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকমের শক্তি প্রয়োগ করেছে বলে বিভিন্ন মহলের অভিযোগ আছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। তিনি সামরিক উড়োজাহাজে করে ভারতে চলে যান।

    সাক্ষাৎকারে জয় জানান, শেখ হাসিনা একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা কয়েকজন শুধু জানতেন যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার (ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া) হয় সেটাই ছিল শেখ হাসিনার পরিকল্পনা।




    জয় বলেন, ‘যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো৷ তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই। তোমার (শেখ হাসিনা) এখনই বেরিয়ে যেতে হবে। ’

    আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয় জানান, তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

    তিনি বলেন, ‘তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো। তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি। আমরা এখানে (বিদেশে) সেটেলড৷ আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই। আমরা এখানে থাকতে অভ্যস্ত। ’

    শেখ হাসিনা ভারতে যাওয়ার পর খবর ছড়ায় তিনি অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা করছেন। যুক্তরাষ্ট্র তার ভিসা প্রত্যাহার করেছে বলেও খবর বেরোয়।




    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না-হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। আপাতত তার যুক্তরাজ্যেও যাওয়ার সম্ভাবনা নেই। কারণ, সে দেশের অভিবাসন নীতি অনুযায়ী অন্য দেশ থেকে যুক্তরাজ্য গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না।

    শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে সাক্ষাৎকারে জয় বলেন, ‘শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন (সায়মা ওয়াজেদ পুতুল) ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। ’

    জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে। যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। ’




    0Shares

    আরও খবর 17

    Sponsered content