• মহানগর

    চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ১১:২৬:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এ সময় মন্ত্রী মহিবুল হাসান বাড়িতে ছিলেন না।

    তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গেছে।




    শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোখলেছুর রহমান।




    স্থানীয়রা জানিয়েছেন, নগরের পাচঁলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে বাসার কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।

    শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর ছেলে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content