• মহানগর

    কোটা আন্দোলন: চট্টগ্রামে ৩১ মামলায় ১২ দিনে চট্টগ্রামে গ্রেফতার ৮৯৭ জন

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৪ , ৯:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগর থেকে ৪০ জন এবং জেলার বিভিন্ন থানা থেকে ১০ জন গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

    এনিয়ে বিভিন্ন মামলায় গত ১২ দিনে চট্টগ্রামে মোট ৮৯৭ জন গ্রেপ্তার হলেন।




    চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

    সবমিলিয়ে চট্টগ্রাম নগরের ২০টি মামলায় ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে নগরের পাচঁলাইশ থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।




    চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে চট্টগ্রাম জেলার ১১টি মামলায় ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।




    আরও খবর 25

    Sponsered content