• আন্তর্জাতিক

    কমলা ইহুদিদের ও ইসরায়েলকে পছন্দ করেন না: ট্রাম্প

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২৪ , ১০:২০:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্য এড়িয়ে যাওয়ায় কমলা হ্যারিসকে ‘ইহুদি বিদ্বেষী’ বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি বলেন, ‘তিনি (কমলা) ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকেও পছন্দ করেন না।তিনি এটি সব সময়ই করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। ’




    শুক্রবার (২৬ জুলাই) দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    শনিবারে (২৭ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মানবিক দুর্দশা নিয়ে কমলার বক্তব্যের পর ট্রাম্প বেশ চটেছেন। ইহুদি ইস্যু সামনে এনে তিনি ভোটারদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে বক্তব্যে সরাসরি কমলাকে আক্রমণ করেন ট্রাম্প।




    কমলা হ্যারিস মার্কিন কংগ্রেসের অধিবেশনে দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।

    তবে জানা গেছে, মিলওয়াকিতে পূর্ব নির্ধারিত প্রচার অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাওয়ায় কংগ্রেসে উপস্থিত থাকতে পারেননি কমলা হ্যারিস। এর সঙ্গে ইহুদিবিদ্বেষের কোনো সম্পর্ক নেই।

    উল্লেখ্য, কমলা হ্যারিসের স্বামীও একজন ইহুদি। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ বা নেতানিয়াহুর বিরোধীতার প্রমাণ পাওয়া যায়নি।




    0Shares

    আরও খবর 15

    Sponsered content