• মহানগর

    মুরাদপুরে নিহত ফারুকের সন্তানদের লেখাপড়া করাবেন মেয়র রেজাউল

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৪ , ৯:৫৪:২১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: কোটা সংস্কার আন্দোলনকালে মুরাদপুরের সহিংসতায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ফার্নিচার মিস্ত্রি মো. ফারুকের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি ফারুকের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন।

    শুক্রবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।




    তিনি জানান, নিহত ফারুকের পরিবার শুক্রবার মেয়রের বাসভবনে দেখা করতে যান।তখন মেয়র অর্থ সহায়তার পাশাপাশি ফারুকের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

    তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে অবলম্বন করে জামায়াত-বিএনপির সহিংসতায় নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদজুমা বহদ্দারহাট শাহি জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন মেয়র।




    মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content