• পার্বত্য চট্টগ্রাম

    থানচির সাঙ্গু নদীতে নিখোঁজ মেয়ে শিশুর লাশ উদ্ধার

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ১০:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: ১৬ জুলাই বিকাল ৫টায় থানচি উপজেলাধীন ৩ নং থানচি সদর ইউপির, পদ্মমুখ সংলগ্ন সাঙ্গু নদীতে নামঃ ফুলবাণী ত্রিপুরা(৯) নামে এক মেয়ে শিশুর লাশ পাওয়া যায়। তার পিতার নাম নিলাপ্রু ত্রিপুরা,মাতা- অংজাতি ত্রিপুরা,ঠিকানা-হরিশ চন্দ্র পাড়া, ৫ নং ওয়ার্ড ২ নং তিন্দু ইউপি, থানচি।




    জানা যায়, স্থানীরা লাশ দেখতে পেয়ে থানচি থানায় খবর দেয়। পরবর্তীতে থানচি এস আই আলমগীরের নেতৃত্বে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এসময় সাথে ছিলেন তিন্দু ইউনিয়ন চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা।আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার কৃত মৃতদেহ তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।




    এই বিষয়ে জানতে চাইলে থানচি থানার এসআই আলমগীর প্রতিনিধিকে নিখোঁজ শিক্ষার্থী মরদেহ উদ্ধার বিষয়ে নিশ্চিত করেন।
    তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, খবর পেয়ে থানচি থানা পুলিশ এবং আমি মৃতদেহের সন্ধানে গিয়ে ৫টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়‌।

    উল্লেখ্য যে, গত ১ জুলাই ২০২৪ তারিখ আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার, তিন্দু ইউপির ৫ নং ওয়ার্ডের হরিশ চন্দ্র পাড়ার ২ জন মেয়ে শিশু, পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরিতে নৌকা ডুবে স্কুলে যাওয়ার সময় স্রোতের পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছিলো।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content