প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ১০:১০:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবলী) উদযাপন-২০২৩ এর স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ১৩ জুলাই শনিবার সকালে নগরীর ইপিজেডস্থ রেশমী কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
প্লাটিনাম জুবলী উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব ইবরাহীম খলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য শাহজাদা আলম, প্লাটিনাম জুবিলী উপরিষদের সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবু সালেহ, ডাঃ মোহাম্মদ জাকিরুল ইসলাম, ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, মুহাম্মদ মহিউদ্দিন, দিদার আনিস, সাজ্জাদ আলম, হাসান মুন্না, রোকন উদ্দিন মাহমুদ খলিল, মোহাম্মদ এমরান, এডঃ মোহাম্মদ হাসান, মোঃ আজম উদ্দিন, মোহাম্মদ খাঁন, মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন বলেন, বন্দর পতেঙ্গা এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হচ্ছে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন অত্র এলাকার স্বনমাধন্য ব্যবসায়ী ও দানবীর মরহুম আলহাজ¦ আবদুল মাবুদ সওদাগর।
তার প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে বহু জ্ঞানী গুণী ও সমাজসেবক জন্ম নিয়েছেন। এই বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী ইতোমধ্যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশের সেবা করে যাচ্ছেন।
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীরা ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়ে একটি স্মরণীয় এবং জমকালো অনুষ্ঠান উপহার দিয়েছেন।
তিনি প্রাক্তন শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।