• মহানগর

    চালু হলো চসিকের কিচেন মার্কেট

      প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ১১:২১:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের ফইল্যাতলী কিচেন মার্কেট উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

    বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চসিকের তত্ত্বাবধানে নির্মিত মার্কেটটি উদ্বোধন করেন তিনি।




    কাউন্সিলর মো. ইসমাইলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. ইলিয়াছ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন ও হুরে আরা বিউটি।

    ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ফইল্যাতলী বাজার দক্ষিণ কাট্টলী ও হালিশহরের বাসিন্দাদের দৈনন্দিন কেনাকাটার জন্য অপরিহার্য ছিল।




    ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধি, বাজারের মানোন্নয়ন এবং সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এখানে নতুন মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালের ১৫ জুলাই ফইল্যাতলী কিচেন মার্কেটের নির্মাণকাজ শুরু হয়। প্রায় দুই বছর পর, বিশ্ব ব্যাংক বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে মিউনিসিপাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিস প্রকল্পের আওতায় নির্মিত এই মার্কেট চট্টগ্রাম সিটি করপোরেশন বুঝে নেয়। দোকান বরাদ্দ নিয়ে জটিলতা দেখা দিলে মেয়রের হস্তক্ষেপে অবশেষে চালু হলো এ মার্কেট।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content