• মহানগর

    চবি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন, চট্টগ্রামে সড়ক অবরোধ

      প্রতিনিধি ৬ জুলাই ২০২৪ , ১০:৫৩:২২ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

    শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে তিনটা থেকে নগরের ষোলশহর স্টেশনে চবি অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা।




    এসময় ষোলশহর স্টেশন থেকে একটি মিছিল নিয়ে ২ নং গেট এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা।

    চবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজকে আন্দোলনে নেমেছি।




    দাবি আদায় না করে ঘরে ফিরব না। মেধাবীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা না হলে দেশ থেকে একসময় মেধাপাচার হয়ে যাবে এতে আমরা যেমন ক্ষতিগ্রস্থ হব ঠিক তেমনি আমাদের এই দেশেও ক্ষতিগ্রস্ত হবে।

    উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এ কোটা পদ্ধতি সংস্কার করে সব ধরনের কোটা ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনার দাবিতে ওই বছর আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ওই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে ওই বছরের ৪ অক্টোবর পরিপত্র জারি করে সব ধরনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটাব্যবস্থাই বাতিল করে সরকার।




    আরও খবর 25

    Sponsered content