• মহানগর

    মামলাজট নিরসনে লিগ্যাল এইড এডিআরকে গুরুত্ব দিয়েছি: ড. আজিজ

      প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ১১:২০:২১ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ বলেছেন, দেশের বিদ্যমান আদালতসমূহ মামলার ভারে ভারাক্রান্ত। সে তুলনায় বিচারক ও লজিস্টিক সাপোর্ট সীমিত।

    সাধারণ মানুষের যাতে কষ্ট পেতে না হয় তৎপ্রেক্ষিতে কাজ করার চেষ্টা করেছি। দ্রুত সময়ে বিরোধ নিষ্পত্তির অন্যতম পন্থা হলো বিরোধ মীমাংসা।




    তাই আদালতের বিদ্যমান মামলাজট নিরসনে লিগ্যাল এইড এডিআর ব্যবস্থায় গুরুত্ব দিয়েছি, সফলও হয়েছি। লিগ্যাল এইড কার্যক্রম বর্তমান সরকারের একটি অন্যতম উদ্যোগ। তাই লিগ্যাল এইড আপস মীমাংসা কার্যক্রমকে প্রোভাইড করা আমাদের নৈতিক দায়িত্ব।

    বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিনিয়র জেলা ও দায়রা জজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে পদায়ন করা হয়েছে।




    মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্ নেছার সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিল।




    অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুরাদ-এ মওলা সোহেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।




    আরও খবর 25

    Sponsered content