প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ১০:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: সীতাকুন্ড আর্ন্তজাতিক শঙ্কর মঠের স্থপতি শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও তিরোধান তিথি উৎসব বুধবার (৩ জুলাই) মঠ প্রাঙ্গণে উদযাপন করা হবে।
এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-মঙ্গলারতি, গুরুবন্দনা, প্রার্থনা সঙ্গীত, সকল মহারাজের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, শ্রীশ্রী চন্ডীপাঠ, মাতৃবন্দনা, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, দীক্ষানুষ্ঠান, ভোগরাগ, পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগসঙ্গীত, প্রসাদ বিতরণ ও ‘স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের সৃষ্টিতত্ত্ব বর্ণন’ বিষয়ক সনাতন ধর্মসম্মেলন।
শ্রীশ্রী বিশ^শান্তি গীতাযজ্ঞ পরিচালনা ও ধর্মসভায় পৌরহিত্য করেন সীতাকুন্ড আর্ন্তজাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
এ অনুষ্ঠানে মঠের সাধু-সন্ন্যাসী ও ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।