• জাতীয়

    জাতীয় সংসদে ২০২৪ সালের অর্থ বিল পাস

      প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ১০:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: জাতীয় সংসদে চলতি ২০২৪ সালের অর্থ বিল পাস করা হয়েছে। সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি (অর্থ বিল, ২০২৪) পাস করা হয়।




    শনিবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অর্থ বিল পাসের জন্য প্রস্তাব করেন। এর পর বিলটি কণ্ঠ ভোটে স্থিরীকৃত আকারে পাস হয়।

    এদিকে বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের সদস্যরা। পরে প্রস্তাবগুলোর উপর আলোচনার পর তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।




    এছাড়া বিরোধী দল ও সরকারি দলের সদস্যরা কিছু সংশোধনী প্রস্তাবও আনেন বিলটির ওপর। এ সংশোধনী প্রস্তাবগুলোয় বেশ কয়েকটি প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। এর পর বিলটি পাস হয়। আগামীকাল রোববার (৩০ জুন) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পাস করা হবে।

    অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।




    আরও খবর 17

    Sponsered content