প্রতিনিধি ২৮ জুন ২০২৪ , ৯:৫১:২৪ প্রিন্ট সংস্করণ
সিটি রিপোর্টার: সম্প্রতি মেট্রোপলিটন পুলিশ ও অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
বাংলাদেশ পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জান-মালের নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ ও তার পরিবারের সদস্যদের জন্য সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য এগিয়ে এসেছে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম।
এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার ও অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার),পিপিএম (বার)।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)আ স ম মাহাতাব উদ্দিন,পিপিএম-সেবা;অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স)আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ,বিপিএম, পিপিএম,অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার অনন্ত এন রাও, প্রধান বিপণন কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্যসহ সিএমপি ও হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।