• জাতীয়

    জামিনে কারামুক্ত আলোচিত পাপিয়া

      প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ১০:২৯:৪৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সেই নেত্রী শামীমা নূর পাপিয়া।

    সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় কারাগার থেকে জামিনে বের হন তিনি।




    পাপিয়ার জামিনে বের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন।

    তিনি জানান, সোমবার জামিনে কারামুক্ত হন পাপিয়া। এরআগে বিকেলে জামিনের সব কাগজপত্র এলে যাচাই-বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।




    উল্লেখ্য, বিভিন্ন অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র‌্যাব। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৪ আগস্ট দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। ৩০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

    আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দির ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৩ সালে ৩ জুলাই পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content