প্রতিনিধি ১৬ জুন ২০২৪ , ১১:০২:০২ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক :সম্প্রতি শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের গুঞ্জন রটেছিল। যার নেপথ্যে ভূমিকা ছিল উইকিপিডিয়ার।মূলত সেখান থেকেই ছড়িয়ে যায় বিয়ের গুঞ্জন।
যদিও উইকিপিডিয়ায় যে কেউ তথ্য সংযোজন ও বিয়োজন করতে পারে। এরপরও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান রাজ-বুবলী।
তবে এবার সেই গুঞ্জনের জবাব দিলেন বুবলী। গণমাধ্যমের এক অনুষ্ঠানে (মাছরাঙা টেলিভিশন) প্রচারিত সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘যারা তথ্যগুলো এডিট করেছে, সেই অবস্থাতেই ওই লোকটা বা ওই গ্রুপটাকে ধরে মিনিমাম কয়েক ঘণ্টা পেটানো উচিত, মানুষের মধ্যে যখন নোংরামি বা হিংসাত্মক জিনিসগুলো থাকে, তখনই এমন ভুয়া নিউজ ছড়ানোর চিন্তাভাবনা করে। আমার মনে হয়, এগুলো যারা বোঝার, তারা খুব ভালোভাবেই বোঝে।
এ ঘটনার সময় শুটিং ফ্লোরে ছিলেন বুবলী। তিনি বলেন, খবরটি দেখে টিমের সবাই বলছে, করল তো করল আন্তর্জাতিক কাউকে নিয়ে করত!
উপস্থাপকের প্রশ্ন, তাহলে কাকে চাইতেন? বুবলীর জবাব, বারাক ওবামাকে দিতে পারত। বিষয়টা নিয়ে কথা বলতেও খুব আজব লাগে। সব সময় তো সবকিছু প্রমাণ করা সম্ভব নয়। সচেতন মানুষদের ভুল-ঠিক নিউজগুলো বুঝে নেওয়া উচিত।