• মহানগর

    ফ্লাইওভারে লোহার পাইপের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

      প্রতিনিধি ১৬ জুন ২০২৪ , ১০:১৮:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে মিনিট্রাকে থাকা সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাবলু (১৮) আরও এক কিশোর আহত হয়।




    রোববার (১৬ জুন) দুপুর পৌনে একটার দিকে খুলশী থানাধীন বেবী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাইফুল নগরের শুলকবহর এলাকার খলিলুর রহমানের বাড়ির আবদুল কাদেরের ছেলে।




    খুলশী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, গরু আনার জন্য মিনিট্রাকটি বিবির হাটের দিকে যাচ্ছিল। এ সময় ফ্লাইওভার থেকে নামার সময় উপরের লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাইফুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত দুইজন সম্পর্কে মামা-ভাগ্নে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content