• মহানগর

    ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আনসারসহ আটক ৩

      প্রতিনিধি ১৫ জুন ২০২৪ , ১০:২০:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: ঈদযাত্রায় বাড়তি চাহিদা ঘিরে ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।




    শনিবার (১৫ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, আনসার সদস্য মো. স্বপন, মো. মজনু ও মো. রুবেল।

    চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে।




    তাদের কাছ থেকে ৯টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content