প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ১১:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় শরবত তৈরি, অনুমোদনহীন ক্যামিকেলের ব্যবহারের দায়ে ওয়াসা এলাকার কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়েছে।
বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়। তা ছাড়া সতর্ক করা হয় চকবাজারের কাচ্চি ডাউন, চিটাগং বেকারি ও চান্দগাঁওয়ের শাহ আমানত ফুড প্রোডাক্টসকে।
সিলগালা করা হয় চান্দগাঁওয়ের সমশের পুরের ইউম্যাক্স বেকারি ও সায়েম বেকারিকে।
সিএমপির সহযোগিতায় অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী।