• মহানগর

    মরমীবাদ বাংলা সংস্কৃতির ভিত রচনা করেছে

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মরমীবাদ বাংলা সংস্কৃতির ভিত রচনা করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম।

    শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে চসিক আয়োজিত অমর একুশে বই মেলা মঞ্চে মরমী উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।




    তিনি বলেন, আজকে আমাদের সমাজ চরম নৈতিকতার অবক্ষয়ে চলে গেছে। মানুষের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও আস্থা নেই।

    মানুষের নীতি-নৈতিকতা, সততাও আস্তে আস্তে শেষ প্রান্তে চলে আসছে। অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দর্শন নিয়ে দেশ স্বাধীন করেছেন তাঁর সেই দর্শনের সাথে মরমী সাধকদের দর্শনের অদ্ভুত মিল পাই। সেই দর্শন আমরা ধরে রাখতে পারি নি। আসুন সমাজ পরিবর্তনে মরমী সাধকদের মহান বাণী ও দর্শনকে ধারণ করে আমরা প্রকৃত মানবতাবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেদের ও নতুন প্রজন্মকে গড়ে তুলি।




    নৃ-গবেষক ড. শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মরমী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. আজাদ বুলবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বই মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু। সাংস্কৃতিক অনুষ্ঠানে মরমী গান পরিবেশন করেন সুফি ইছা মরমী সংসদ, বাউল মোজাহেরুল ইসলাম, চ্যানেল আই শিল্পী উম্মে কাউছার নিঝুম, হারুন কাউয়াল।

    আরও খবর 25

    Sponsered content