• উত্তর চট্টগ্রাম

    দায়িত্ব নিলেন মীরসরাইয়ের চেয়ারম্যানরা

      প্রতিনিধি ২ জুন ২০২৪ , ১০:৫০:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি দায়িত্ব গ্রহণ করেছেন




    রোববার (২ জুন) এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে তাদের বরণ করা হয়। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।




    উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিদায় ও বরণ শীর্ষক এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই (চট্টগ্রাম-১) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।




    এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content