• খেলাধুলা

    সিজেকেএস প্রথম বিভাগ দাবা লিগ সম্পন্ন হয়েছে

      প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ১০:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগ ২০২৪ এ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল,রানার্স আপ ফিরিঙ্গী বাজার লাকী স্টার ও ৩য় স্থান ডবলমুরিং ক্লাব কে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম শফিউল্লাহ বিপিএম, পিপিএম বার।




    একই সাথে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিটল ব্রাদার্স,রানার্স আপ কোয়ালিটি স্পোটর্স এবং ৩য় স্থান মোহামেডান স্পোর্টিং ব্লুজ কে পুরস্কার প্রদান করা হয়েছে।




    দাবা কমিটির সহ-সভাপতি প্রফেসর অ্যালিক্স হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ সভাপতি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,অহিদ সিরাজ স্বপন ,নির্বাহী কমিটির সদস্য মোঃ আক্তারুজ্জামান, সৈয়দ তানসির আহমেদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, মোঃ আলী কায়সার, প্রফেসর মোঃ মহসিন জামাল পাপ্পু, সৈয়দ আব্দুল আহাদ । ৮রাউন্ডের এই লিগে চীফ অরবিটার প্রকৌশলী এস এম তারেক,ডেপুটি অরবিটার মোঃ নুরুল আমিন দায়িত্ব পালন করেছেন।
    লিগে ২৫টিমের ১৩৩ জন দাবাড়ু ফিদে স্বীকৃতি নিয়ম অনুযায়ী ৮রাউন্ডে সুইজ লিগ ভিত্তিতে অংশ গ্রহণ করে।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content