• কক্সবাজার

    ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় চকরিয়া যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রস্তুত

      প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৯:৫১:০৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় বাংলাদেশ রেডক্রিসেন্ট চকরিয়া উপজেলা যুব রেডক্রিসেন্ট টিম প্রস্তুত রয়েছে। তাদের উদ্যোগে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে বলে জানান, চকরিয়া উপজেলা যুব রেডক্রিসেন্ট এর ডেপুটি টিম লিডার-১ আমজাদ হোসেন।




    তিনি আরো জানান, আমরা ইতোমধ্যে আশ্রয় স্থান ও সাইক্লোন সেন্টার পরিদর্শন এবং সিপিপি স্থানীয় জনপ্রতিনিধির সাথে টিম ভিত্তিক যৌথভাবে কাজ করছি। ঘুর্ণিঝড় মাথায় নিয়ে যুব সদস্য আবু সাহান, সাফায়েত চৌধুরী তুলন, ইসফাত হোসেন ইসফাত,ওয়াহিদুল ইসলাম জিসাদ, সাঈদী ও অন্যান্য যুব সদস্যরা মাঠে রয়েছেন।




    0Shares

    আরও খবর 30

    Sponsered content