• খেলাধুলা

    সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লিগের উদ্বোধন: প্রথম দিনে বাকলিয়া, কমরেড ও কোয়ালিটি শীর্ষে

      প্রতিনিধি ১৭ মে ২০২৪ , ৭:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ দাবা লিগের শুভ উদ্বোধন করেন সাবেক সফল সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।




    বৃহস্পতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে অনুষ্ঠিত লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

    দাবা কমিটির সহ-সভাপতি প্রফেসর অ্যালিক্স হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,সিজেকেএস কাউন্সিলর ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন।




    দাবা কমিটির সম্পাদক ফিদে মাষ্টার মিসেস তনিমা পারভীন, যুগ্ন সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ,আলী কায়সার,ফিদে মাষ্টার আঃ মালেক, সদস্য মোঃ নূরুল আমিন, মির্জা আরিফুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    লিগে চীফ অরবিটার প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি অরবিটার মোঃ নুরুল আমিন এবং লিগের প্রধান সমন্বয়কারী মিসেস তনিমা পারভীন।উদ্বোধনী দিনে ১০ টিমের মধ্যে ৯রাউন্ডের রবিন লিগের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।




    উদ্বোধনী দিনে বাকলিয়া একাদশ, আগ্রাবাদ কমরেড, কোয়ালিটি স্পোটর্স পূর্ণ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে।আগামী ২৪মে বিকেলে একই ভ্যানুতে প্রথম বিভাগ দাবা লিগ শুরু হচ্ছে।

    0Shares

    আরও খবর 16

    Sponsered content