• পার্বত্য চট্টগ্রাম

    কর্ণফুলী নদী থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

      প্রতিনিধি ১৭ মে ২০২৪ , ৮:৩৮:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই সিনিয়র মৎস্য বিভাগের অভিযানে কাপ্তাইয়ের কর্ণফুলি নদী হতে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ টি রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টা ৪৫ মিনিট হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলার কর্ণফুলী নদীর ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়া পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।




    অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময় কাপ্তাই কর্ণফুলী নদীতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ও ২০টি রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।




    অভিযান শেষে জব্দকৃত জালগুলি কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ-কেন্দ্র প্রধান মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content