• উত্তর চট্টগ্রাম

    শ্রেষ্ঠ উদ্ভাবনী পুরস্কার পেলেন সীতাকুণ্ডের এসিল্যান্ড

      প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ৯:০৭:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। তথ্যপ্রযুক্তির প্রসার ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।




    বুধবার (১৫ মে) ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ও ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে মো. আলাউদ্দিনকে ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ পুরস্কার ২০২৪’ তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুস সবুর মণ্ডল।

    প্রতি বিভাগ থেকে দুইজন করে আট বিভাগ থেকে মোট ১৬ জন সহকারী কমিশনার (ভূমি) তাদের নিজ নিজ উপজেলায় গৃহীত ‘উদ্ভাবনী উদ্যোগ’ উপস্থাপন করেন। সেখানে তিন জনকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের উদ্যোগটি প্রথম হয়।




    চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। এটি আমাদের জন্য গর্বের। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার আইডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সেবাপ্রার্থীদের সহজে সেবা প্রদান করতে। এই লক্ষ্যে চট্টগ্রাম জেলার বোয়ালখালী এবং সীতাকুণ্ড উপজেলায় সমন্বিত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা উদ্যোগ বাস্তবায়ন করি। ভূমি সংস্কার বোর্ড কর্তৃক উদ্যোগটি শ্রেষ্ঠ উদ্যোগ হিসেবে পুরস্কৃত হয়েছে।




    তিনি বলেন, আমার এই প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সহ সিনিয়র কর্মকর্তাদের প্রতি, যারা আমার সকল কাজের অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছেন। ভবিষ্যতে মানুষের জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content