• আন্তর্জাতিক

    পাকিস্তানে জোড়া হামলায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত

      প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৯:২৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর দুটি পৃথক জঙ্গি হামলায় অন্তত সাত নিরাপত্তা কর্মী নিহত ও দুজন আহত হয়েছেন।

    রোববার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।




    স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় প্রথম হামলার সময় পাঁচ নিরাপত্তা কর্মী নিহত এবং দুইজন আহত হয়।

    বিস্ফোরণ শুরু হওয়ার পরপরই জঙ্গিরা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। ডন নিউজ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার অন্য একটি ঘটনায় জঙ্গিরা একই জেলার সিমান এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে দুই নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে।




    তারা জানান, নিরাপত্তা কর্মীদের মরদেহ ও আহতদের বিমানে করে বান্নুর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

    হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে।

    পুলিশ জানায়, গত ৮ মে রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার তহসিল শেওয়াতে অজ্ঞাত জঙ্গিরা একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। জঙ্গিরা প্রথমে প্রহরীকে নির্যাতন করে এবং পরে স্কুলের দুটি কক্ষ উড়িয়ে দেয়।




    গত বছরের মে মাসে একই ধরনের হামলায় মিরালিতে মেয়েদের দুটি সরকারি স্কুল উড়িয়ে দেওয়া হয়।

    সূত্র: ডন

    0Shares

    আরও খবর 15

    Sponsered content