• উত্তর চট্টগ্রাম

    মানবপ্রেমই মুলত স্রষ্টার প্রেম: হাসান মাইজভান্ডারী

      প্রতিনিধি ১১ মে ২০২৪ , ১১:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বোস্টন ইউএসএর উদ্যোগে ১১ মে শনিবার বোস্টনে অবস্থানরত বাংলাদেশী পেশাজীবীদের নির্বাচিত ব্যক্তির্বগের সাথে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডরীর সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী বলেন সুফিবাদ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে তোলে, বিভেদ – বিচ্ছেদ বা অনৈক্য সুফিবাদের শিক্ষা নয়। সুফিবাদ একই সাথে মানব কল্যানের শিক্ষাও দেয়। মানব প্রেমই মুলত স্রষ্টান প্রেম।




    100 Heard street , Chelsea MA স্টুডিও হলে ড. এম ইমরানুল করিমের সঞ্চালনায় এই মুক্ত আলোচনায় অংশ নেন স্বনামধন্য চিকিৎসক ডা. এহসান হক, প্রকৌশলী ফিরোজখান , রাজনীতিক ও সংগঠক ওসমান গনী,কমিউনিটি ব্যক্তিত্ব নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক হুমায়ুন মোরশেদ, সাংবাদিক তাপস বড়ুয়া, কাজী মুহাম্মদ আবছার উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, আহমদ নবী ,মোঃ সিরাজুম মুনির, মো: শাহ আলম। আলোচনা শেষে মুসলিম উম্মাহর কল্যান কামনায় মোনাজাত করেন শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী।




    উল্লেখ্য গত ডিসেম্বরে বোস্টনে অনুষ্ঠিত হয়েছিল “ সুফি দৃষ্টি ভঙ্গি শান্তি ও ন্যায় বিচার” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ধারাবাহিক ভাবে আরো ব্যাপক পরিসরে সুফি আলোচনার ঘোষণা দেন আয়োজক বৃন্দ।




    আরও খবর 27

    Sponsered content