• দক্ষিণ চট্টগ্রাম

    সমস্ত জাতিবেদ প্রথা বিলুপ্তিতে শ্রীচৈতন্যদের ভূমিকা অপরিসীম: সুব্রত পাল

      প্রতিনিধি ৮ মে ২০২৪ , ৯:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ শ্রীগদাধর পন্ডিতের ৫৩৮তম শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল বলেন, স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশ সামনের দিকে এগিয়ে যাবেই, কেউই সে পথে বাধা হতে পারবে না।তিনি বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান।




    আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ( ইসকন) নন্দনকানন মন্দিরে অধ্যক্ষ শ্রী পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী সভাপতিত্বে শ্রী তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শেখ হাসিনা নেতৃত্বের কোন বিকল্প নেই। শেখ হাসিনা একজন মানবিক ও মহান মানুষ উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে যদি তিন, পাঁচজন ব্যক্তির নাম আসে নেতা হিসেবে, যারা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করেন। তার মধ্যে জননেত্রী শেখ হাসিনা একজন। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক আওয়ামীলীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরাও সতর্কতার সাথে আপনাদের পাশে আছে।




    শ্রীগদাধর পন্ডিত শীর্ষক আলোচনা সভার শুভেচ্ছা বক্তব্য করেন ইসকন শ্রীগদাধর পন্ডিত ধামের পরিচালক ও নন্দনকানন ইসকন মন্দিরের যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী। মহান আশির্বাদক ছিলেন ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ,প্রধান আলোচক ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী মুখ্য আলোচক ছিলেন অস্ট্রেলিয়া হতে আগত শ্রীপাদ অতুল কৃষ্ণ দাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এনাটমি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জয়ানন্দ জয়দেব দাস, কুমিল্লা ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী ,চট্টগ্রাম মহাননগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, ২নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কে এম সালাউদ্দিন , সাবেক চেয়ারম্যান আহসানুল্লাহ চৌধুরী , মেম্বার দেলোয়ার হোসেন ,মেম্বার দীপ্তি দাশ, রিংকু শর্মা, এডভোকেট শ্রীকন্ঠ বিশ্বাস , ডাঃ স্বপন দে, সেন্টুমিত্র চৌধুরী ,লায়ন শেখর দত্ত, লায়ন সন্তোষ শর্মা, সুমন চৌধুরী , রুপেশ্বর দাস অধিকারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী ,সুবল সখা প্রেম দাসব্রহ্মচপুরুষোত্তম মাধব দাস, শচীদুলাল প্রেম সাগর দাস ব্রহ্মচারী প্রমুখ।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content