• খেলাধুলা

    চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণ হালিশহর চেস ক্লাব

      প্রতিনিধি ৪ মে ২০২৪ , ১০:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে হাজী আঃ মজিদ এন্ড সন্স দাবা লিগ ২০২৪ ইং এ প্রায় চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেক এগিয়ে রয়েছে দক্ষিণ হালিশহর চেস ক্লাব লাল।

    শুক্রবার বিকেলে লিগের ৬ষ্ট রাউন্ড শেষে (+ ১১) পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে রয়েছে।




    ৬ষ্ট‌ রাউন্ডে দক্ষিণ হালিশহর লাল প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-০ তে জিতে ব্লুজিং অর্জন করে গোলাম মোস্তফা, সোহেল চৌধুরী, ইফতেখার আলম ও তানভীর আলম মিলে টিম সাফল্যর পথে এগিয়ে যেতে সাপোর্ট করে।

    টিম লিডার জাহাঙ্গীর আলম ও সদস্য শামীম আহমদ,ম্যানেজার মোঃ মুসা চেস ক্লাবের সাফল্যে পেতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।




    এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যরা দক্ষিণ হালিশহর চেস ক্লাব লাল টিমের সাফল্যের জন্য দোয়া কামনা করছেন। কাল শনিবার বিকেলে ৭ম ও শেষ রাউন্ডে নূন্যতম ড্র করে ১ পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ ট্রফি নিচ্ছিত হচ্ছে।

    0Shares

    আরও খবর 16

    Sponsered content