• মহানগর

    চবি শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সম্পাদক আবু নোমান

      প্রতিনিধি ১ মে ২০২৪ , ১২:২৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (চবিশিস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান।




    মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বেলা দেড়টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত ১০টায় নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।




    নির্বাচিতরা হলেন-
    আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের প্রার্থী- সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল, সাধারণ সম্পাদক আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান, যুগ্ম সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

    সদস্য পদে নির্বাচিতরা হলেন- আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনজুরুল আলম, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ উদ নবী, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এএসএম বোরহান উদ্দিন।




    সদস্য পদে নির্বাচিত হলুদ দলের ৩ বিদ্রোহী প্রার্থী হলেন- সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এসএম মনিরুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম রেজাউর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম সাদাত আল সজীব।

    নির্বাচন কমিশনার অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছি।




    সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

    এবার শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেননি বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্রার্থীরা। ৯২৯ ভোটারের মধ্যে ৭৮২ জন এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content