• মহানগর

    জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ এর বর্ণাঢ্য উদ্বোধন

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ১০:৫৯:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু. হোসেন বাবলা: নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪।সোমবার এ উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের আয়োজনে আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন পার্কিংয়ে লিগ্যাল এইড ফেয়ার, ন্যায়কুঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প, জেলা জজের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান,সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), জেলা পিপি ইফতেখার চৌধুরী সাইমুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।




    র‌্যালিতে অংশগ্রহণ শেষে লিগ্যাল এইড ফেয়ারে সিএমপির নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় সহ আমন্ত্রিত অতিথিরা।

    পরিদর্শন শেষে চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম ড. আজিজ আহমদ ভূঞার সভাপতিত্বে জেলা জজ আদালত, চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।




    এসময় সেখানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়সহ পুলিশ ও বিচার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content