• কক্সবাজার

    কুতুবদিয়ায় মাঠ দিবস পালিত

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ১১:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কুতুবদিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার লেমশীখালী ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।




    লেমশীখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও সফল কৃষক মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

    উক্ত মাঠ দিবসে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার বিউটিসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত।




    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,ব্রি ধান ৮৮ এর ফলন খুব ভালো। হেক্টর প্রতি ফলন ৮মে.টন। এটির ব্রি ধান ২৮ এর চেয়ে বেশী কিন্তু ৪-৫ দিন আগে কাটা যায়। চাল মাঝারি চিকন এবং ভাত ঝরঝরে। উপজেলা কৃষি কর্মকর্তা ব্রিধান ৮৮ এবং বিনা সরিষা ০৯ চাষাবাদের জন্য সকলের প্রতি আহবান জানান।

    0Shares

    আরও খবর 30

    Sponsered content