• বিনোদন

    ‘জংলি’তে সিয়ামের নায়িকা বুবলী

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ১১:৩০:৪৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক : তিন বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

    গেল রোববার থেকে ঢাকার মোহাম্মদপুরে শুরু হয়েছে ‘জংলি’ সিনেমার শুটিং।




    এর আগে সিয়ামের জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করে সিনেমাটির ঘোষণা দেন নায়ক।সেই সময় সিনেমাটি নিয়ে খানিক ধারণা পাওয়া গেলেও এতে নায়িকা কে থাকছেন তা জানা যায়নি। তবে এবার জানা গেল, সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

    সিনেমাটি পরিচালনা করছেন এম রাহিম, যিনি এর আগে ‘শান’ নির্মাণ করেছিলেন। সেই সিনেমার পর আবারও একসঙ্গে আসছেন এই নির্মাতা-নায়ক জুটি।




    এই নির্মাতা বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। যেখানে সিয়ামের সঙ্গে বুবলীকে দেখা গেছে।

    জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শুটিং হাউজে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে আজ সিয়ামের সঙ্গে অংশও নেন বুবলী। আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাতে শুটিং চলবে। এরপর ২৭ এপ্রিল থেকে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং হবে।




    আজাদ খানের গল্পে ‘জংলি’র চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content