• পার্বত্য চট্টগ্রাম

    বান্দরবানে এপিবিএন কর্তৃক গাছসহ গাড়ি আটক

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ১০:১৯:১১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: এপিবিএন ২, বান্দরবানের মেঘলা অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুদ্দিন, এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন, এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক, এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি মিনি ট্রাক গাছসহ আটক করে।




    ২১শে এপ্রিল ২০২৪ ইংরেজি সকাল আনুমানিক আটটার সময় জেলা সদর থানাধীন, সদর ইউপির ০৫নং ওয়ার্ডস্থ রেইচা ঘোনাপাড়াই ইব্রাহিমের চায়ের দোকানের সামনে সলিং রাস্তার উপর অভিযান করে একটি হলুদ-সবুজ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং- বগুড়া-ড-১১-০৪০৫, ইঞ্জিন নং-৪ঐএ১, চেসিস নং- ঘকজ ৬৬ঊ-৭৫১১৪৫৪, সহ আকাশমনি গোল কাঠ ৩৮ টুকরো, যা ৬৭.৭৪ ঘনফুট, গুটগুটিয়া গোল কাঠ ৪ টুকরো, যা ৬.০১ ঘনফুট, গামারি গোল কাঠ ২৭ টুকরো, যা ৪২.৯২ ঘনফুট, সর্বমোট ৬৯ টুকরো সর্বমোট ১১৬.৬৭ ঘনফুট কাঠ, যার সর্বমোট মূল্য- ৮০,১৯৬ (আশি হাজার একশত ছিয়ানব্বই) টাকা।




    যা উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে উদ্ধারপূর্ব জব্দ তালিকা মূলে জব্দ করে পরবর্তীতে বান্দরবান বন বিভাগের সুয়ালক ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর এর নিকট বুঝিয়ে দেন।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content