• মহানগর

    ইপিজেডে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ১০:৩৪:১৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: ২১ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর ইপিজেড থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও এলাকার ভিত্তিক কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।




    উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন।

    সভায় থানা এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন। এসময় তিনি থানা এলাকায় বসবাসরত নাগরিকবৃন্দকে কিশোর গ্যাং, জুয়া, মাদকের ব্যবহার, পতিতাবৃত্তি ইত্যাদি প্রতিরোধে সচেতন হবার পরামর্শ দেন।

    নিজের পরিবারের উঠতি বয়সের সন্তানের দিকে সর্বোচ্চ নজরে রাখার পরামর্শ দেন। পাশাপাশি থানা এলাকায় কোথাও এধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হলে ততক্ষণাত তা থানায় অবহিত করতে বলেন।




    অনুষ্ঠানটি সঞ্চালনা করে ইপিজেড থানার অপারেশন অফিসার আফসার উদ্দিন রুবেল।

    এসময় মতবিনিময় সভায় অত্র থানার সকল অফিসার ও ফোর্স, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিট পুলিশিং কমিটির দায়িত্ব শীল উপস্থিত ছিলেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content