• জাতীয়

    থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ১০:১৩:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষে থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাচ্ছেন। আগামী ২৪ এপ্রিল থেকে এ সফর শুরু হতে যাচ্ছে।প্রথমে থাইল্যান্ড, সেখান থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে তিনি দেশে ফিরবেন।




    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৪-২৭ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

    থাইল্যান্ড থেকে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।




    এ ছাড়া ভারতের জাতীয় নির্বাচনের পর আগামী জুনে দিল্লি সফরে যেতে পারেন শেখ হাসিনা। এরপর জুলাইয়ে তিনি চীন সফর করতে পারেন। এ সফর নিয়ে প্রস্তুতি চলছে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content