• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ায় গোসল করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই ভাই

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৪ , ১০:৩০:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সোহম বড়ুয়া (১১) ও আপন বড়ুয়া (৯) নামে দুই ভাই নিখোঁজ হন। পরে নিখোঁজের ৭ ঘন্টা পর আপনের মরদেহ কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল উদ্ধার করলেও সোহমকে এখনও উদ্ধার করা যায়নি।




    শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের পূর্ব বড়ুয়াপাড়া গ্রামে।

    তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। সুজন বড়ুয়ার ছেলে সোহম স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণি ও রাজু বড়ুয়ার ছেলে আপন নগরের একটি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
    জানা গেছে, সোহমের চাচাতো ভাই আপন বড়ুয়া ঈদের ছুটিতে নগরের বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। শনিবার বাড়ির পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে দুই ভাই। গোসলের এক পর্যায়ে স্রোতে তারা তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল নদীতে অভিযান শুরু করে।




    ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে নগরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে নামে। পাশাপাশি কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দলও নদীতে অভিযান চালায়। পরে নৌ বাহিনীর ডুবুরি দল আপনের মরদেহ উদ্ধার করে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content