• মহানগর

    এস আলমের ভোজ্যতেলের কারখানায় আগুন

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৪ , ১১:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    কর্ণফুলী প্রতিনিধি : রমজানের আগে চিনির কলে আগুনের ঘটনার পর এবার ঈদের পরদিনই আগুন লাগলো এস আলম অয়েল মিলে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    খবর পেয়ে কর্ণফুলী ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।




    তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পেলে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




    এর আগে, গত (৪ মার্চ) সোমবার বিকেল ৪টার দিকে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার গুদামে আগুন লাগে। প্রায় ৭০ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    সুগার মিলের পোড়া রাসায়নিক বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। ভয়াবহ দূষণে কর্ণফুলী নদীর পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশে মরে ভেসে উঠে হাজার হাজার মাছ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content