• উত্তর চট্টগ্রাম

    সাংবাদিক ও ভান্ডারী গানের স্রষ্টা মহিউদ্দিনের দাফন সম্পন্ন

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৯:৫১:২২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: বীর চট্টগ্রাম তথা ফটিকছড়ির কৃতি সন্তান অসংখ্য জনপ্রিয় মাইজভাণ্ডারী, আঞ্চলিক ও আধুনিক গানের স্রষ্টা সৈয়দ মহিউদ্দিন প্রকাশ মহি আল ভাণ্ডারীর জানাজা তাঁর নিজ গ্রামের বাড়ীর ছোবহান শাহ জামে মসজিদ ময়দানে রাত সাড়ে এগারটায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মরহুমের বন্ধু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।




    তিনি ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব সুয়াবিল সৈয়দ তমিজউদদীন মুন্সি বাড়ির ডাঃ মুহাম্মদ আমির হোসেন ছেলে।

    তাঁর প্রথম জানাজ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়। ২য় জানাজা নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার পর ছোবান শাহ (রহঃ) মাজার পাশের করস্হান দাফন করা হয়।




    কর্মজীবনের শুরুতে তিনি সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ছিলেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার বাংলার সহ সম্পাদক। সঙ্গীত বিষয়ক পত্রিকা সরগরম-এ সাংবাদিকতা করেন।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content