প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৯:৪৩:০৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শহরে বসবাসরত সম্মানিত বাসিন্দারা অনেকে বাসা-বাড়ি তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে যাবেন। এ সকল বাসা-বাড়ির নিরাপত্তার জন্য সম্মানিত নগরবাসীকে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ-
১. বাসা-বাড়ির দরজায় অধিক নিরাপত্তা সম্পন্ন অতিরিক্ত লক বা তালার ব্যবহার করা;
২. নগদ টাকা বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া;
৩. প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, যেমন- সিসিটিভি ক্যামেরা, এলার্ম সিস্টেম ইত্যাদি;
৪. আবাসিক এলাকায় রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা,
৫. নতুন নিয়োগকৃত নিরাপত্তাকর্মীদের এনআইডি কার্ড ও ছবি সংরক্ষণ করা;
৬. সন্দেহজনক কোনো ব্যক্তি ঘোরাফেরা করলে তাৎক্ষণিক স্থানীয় থানাকে অবহিত করা;
৭. আইনশৃঙ্খলা অবনতি সংক্রান্ত কোন ঘটনা ঘটলে দ্রুত ৯৯৯ এ অবহিত করা।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভল্টের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নিম্নলিখিত ব্যবস্থাদি গ্রহণেরর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো:
১) ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা।
২) ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীরা যাতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করে সে বিষয়টি তদারক করা।
৩) নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত একজন অফিসারকে পালাক্রমে নিযুক্ত করা।
৪) ব্যাংকের ভল্টের চারপাশে সিসি টিভি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তা নিকটস্থ পুলিশকে অবহিত করা।
৫) ব্যাংকের সিসি টিভি ক্যামেরাগুলো ভালোভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। প্রয়োজনে নিকটতম থানা পুলিশের সহায়তা গ্রহণ করা।
আপনার ঈদ উদযাপন আনন্দময় হোক।