• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে ইউনিয়ন পর্যায়ে কারিতাসের এ্যাডভোকেসী সভা

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২৪ , ৮:৫৪:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: কারিতাস চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ই মার্চ বৃহস্পতিবার সকালে কারিতাস থানচি সিপিপি পিএইপি-জাষ্ট ইকোলজিক্যাল ট্রানজিশন এগ্রো ইকোলজিক্যাল প্রাকটিসেস ইন দ্যা সিএইচটি এর আয়োজনে অনুষ্ঠিত ফোরাম সভায় সভাপতিত্ব গিদিজয় ত্রিপুরা ইউনিয়ন ফোরাম সভাপতি।




    সভায় সার্বিক পরিচালনা করেন মাঠ কর্মকর্তা হাদি চন্দ্র ত্রিপুরা,এতে মাঠ সহায়ক জেবার্স ত্রিপুরা,মাঠ নুমরাউ মারমা ।

    বক্তব্যে রাখেন, ইউনিয়ন ফোরাম সভাপতি গিদিজয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুচরিতা চাকমা, শিক্ষক সত্য মনি ত্রিপুরা, ইউনিয়ন পরিষদ সদস্য ডেভিড ত্রিপুরা।




    সভায় ফোরাম সদস্য সদস্যাদের ও নিজ নিজ পাড়া গ্রামের বিভিন্ন সমাস্যা সমাধান বিষয়ে আলোচনা করা হয়।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content