• সারাদেশ

    ভারতে পাচার ২ নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:২২:৪০ প্রিন্ট সংস্করণ

    মো: ওমর সিয়াম: ভারতে পাচার হওয়া বাংলাদেশী দুই নারী দীর্ঘ আড়াই বছর পর ট্রাভেল পারমিট এর মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।




    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)বিকালে বিজিবি বিএসএফের উপস্থিতিতে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ফেরত আসা নারীরা জানান দালালের খপ্পরে পড়ে প্রায় আড়াই বছর আগে ভারতে পাচার হন।পরে ভারতের পুলিশ কর্তৃক আটক হলে তারা জেল হাজতে প্রেরন করেন।এর পর জেল হাজত থেকে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফিরে আসি।




    তারা হলো গোপালগঞ্জ কাশিয়ানি থানা ও ঢাকা গেন্ডারিয়া থানার বাসিন্দা। এ ব্যাপারে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দুই নারীকে হস্তান্তর করেছে।ইমিগ্রেশনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হয়।

    আরও খবর 4

    Sponsered content